প্রশ্ন: আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কিছু রোযা রাখি নি। আমার উপর কাযা-কাফফারার বিধান কী?

بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله.

উত্তর: প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই রামাযানের রোযা ফরয হয়ে যায়৷ তাই বালেগ হওয়ার পর থেকেই রোযা রাখা প্রত্যেক মুসলিমের উপর ফরয৷ ইচ্ছাকৃত রোযা ছাড়া খুবই মারাত্মক গোনাহ৷

হাদীস শরীফে এসেছে-

مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ وَلَا مَرَضٍ، لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدّهْرِ كُلِّهِ وَإِنْ صَامَهُ.

অর্থ: যে ব্যক্তি কোনো ওযর বা অসুস্থতা ব্যতিরেকে রমযানের একটি রোযা পরিত্যাগ করবে সে যদি ঐ রোযার পরিবর্তে আজীবন রোযা রাখে তবুও  ঐ এক রোযার ক্ষতিপূরণ হবে না। (তিরমিযী, হাদীস নং-৭২৩)

প্রশ্নে বর্ণিত বিবরণ পড়ে বোঝা যাচ্ছে, আপনি মূল থেকেই কিছুদিন রোযা রাখেন নি৷ তাই যতদিন আপনি রোযা রাখেন নি, ততদিনের কাযা আদায় করতে হবে৷ কাফফারা নয়৷
أو أصبح غير ناو للصوم فأكل عمداً
অর্থ: …অথবা রোযার নিয়ত ছাড়াই ভোরে উপনীত হয়েছে, অর্থাৎ রোযা ছাড়াই দিন শুরু করেছে৷ তারপর ইচ্ছাকৃত খেয়েছে, (তখন রোযার শুধু কাযা ওয়াজিব হবে, কাফফারা নয়)৷ (রদ্দুল মুহতার: ২/৪০৩)

তবে যদি রামাযানে রোযা রাখার পর ইচ্ছাকৃতভাবে আপনি রোযা ভেঙ্গে থাকেন, তাহলে কাযা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে৷

واللہ تعالٰی أعلم بالصواب.

উত্তর প্রদানে—মুফতি জিয়াউর রহমান